মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি কেন সরকার গড়ার জন্য শিবসেনাকে আরও ৪৮ ঘণ্টা সময় দিলেন না? এই অভিযোগে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গেল শিবসেনা। তাদের বক্তব্য, রাজ্যপাল যা করেছেন, তা অসাংবিধানিক, অযৌক্তিক ও অসত্ উদ্দেশ্যপ্রণোদিত। আগামী দিনের কংগ্রেস নেতা কপিল সিব্বল শীর্ষ আদালতে শিবসেনার হয়ে সওয়াল করবেন। সোমবার সন্ধ্যায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে একটি প্রতিনিধিদল নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তাঁরা বলেন, আর কোনও দল তাঁদের সমর্থন জানিয়ে এখনও চিঠি দেয়নি। তবে ৪৮ ঘণ্টা সময় পেলে তাঁরা অন্য দলের চিঠি আনতে পারবেন। সুতরাং সরকার গড়ার জন্য তাঁদের আরও সময় দেওয়া হোক। রাজ্যপাল এই অনুরোধ রাখেননি। মঙ্গলবার তিনি সরকার গড়ার জন্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে আহ্বান জানান। সরকার গড়ার মতো গরিষ্ঠতা দেখানোর জন্য তাদের মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটা অবধি সময় দেওয়া হয়েছে। মারাঠা ‘স্ট্রংম্যান’ শরদ পওয়ারের দল অবশ্য এদিন সকালেই বলেছে, তাদের আরও ৪৮ ঘণ্টা সময় চাই। এদিনই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করেছে মোদী মন্ত্রিসভা।
Related Articles
‘রাম মন্দির তৈরি করলেই করোনা যাবে না’, মোদির সরকারকে খোঁচা পাওয়ারের
৫ অগাস্ট অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। করোনা পরিস্থিতিতে রাম মন্দির নির্মাণ নিয়ে মোদি সরকারকে খোঁচা দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এ দিন মুম্বাইতে তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করেন রাম মন্দির নির্মাণ করলেই করোনা মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে।’ প্রবীণ এই এনসিপি নেতা এ দিন মনে করিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে […]
কলকাতা থেকে দুবাই অতিরিক্ত বিমান
কলকাতা-দুবাই বিমান চলাচল চালু করছে আরও একটি বেসরকারি এয়ারলাইনস সংস্থা। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান দুবাই থেকে কলকাতায় আসা-যাওয়া করছে। ওই বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে কলকাতা থেকে বিমান যাবে দুবাই। নভেম্বর মাসের ২,৫,৯,১২,১৬,১৯,২৩,২৬ এবং ৩০ তারিখ নির্ধারিত হয়েছে। এছাড়াও ডিসেম্বর মাসের ৩,৭,১০,১৪,১৭,২২ এবং ২৩ তারিখ বিমান কলকাতা থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের […]
RG Kar: সুপ্রিমকোর্টে ফের ধাক্কা খেল নির্যাতিতার পরিবার! পুনরায় তদন্তের জন্য আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত
আরজি কর কাণ্ডে ফের ধাক্কা খেল তিলোত্তমার পরিবার। ধর্ষণ ও হত্যার ঘটনায় পুনরায় তদন্তের জন্য দ্রুত শুনানির যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে তিলোত্তমার […]