ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এবার রাজ্য বাজেট দেখতে চাইলেন রাজ্যপাল। যার জেরেই নতুন করে চাপানোতরের পরিস্থিতি তৈরি হয়েছে। দফায় দফায় বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে আলোচনা করেছে রাজ্য সরকারের কর্তারা। সূত্রের খবর, এবার বাজেটের আগেই রাজ্য বাজেট দেখতে চাইলেন জগদীপ ধনকর। কিন্তু গোপন নথি কীভাবে দেখানো সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। প্রথা অনুযায়ী বাজেট পেশের আগে রাজ্যপাল সম্মতি দেন। সূত্রের খবর সেই সম্মতি এখনও দেননি রাজ্যপাল। জানা গিয়েছে, বাজেটের নথি না দেখে তিনি সম্মতি দেবেন না। রাজ্য বাজেটের উদ্বোধনী বক্তৃতা ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যের লিখে দেওয়া ভাষণের বাইরে গিয়ে, তাঁর মত প্রকাশের অধিকার আছে, এমনটাই জানিয়ে দিয়েছেন জনদীপ ধনখড়। সেইমতো ভাষণে কিছু পরিবর্তনের অনুরোধও করেছেন। রাজ্য জানিয়ে দিয়েছে, লিখে দেওয়া বক্তব্যের কোনও পরিবর্তন করা হবে না।
সাংবিধানিক দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন। নেহাতই সাংবিধানিক রীতি। কিন্তু, তা ঘিরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। আরও একবার রাজ্যের সঙ্গে সংঘাতে জগদীপ ধনখড়। প্রথা অনুযায়ী, রাজ্যপালের বাজেট বক্তব্যের রূপরেখা তৈরি করে দেয় রাজ্য। সরকারের লিখে দেওয়া ভাষণই পাঠ করার কথা ধনকড়ের। কিন্তু, তা নিয়ে আপত্তি রাজ্যপালের। সেকথা খোলাখুলিই জানিয়েছেন তিনি।