মালদা

বিধায়কের অভিনব উদ্যোগ, পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে

হক জাফর ইমাম, মালদাঃ মালদা বিধানসভার বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদারের অভিনব উদ্যোগ, পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে। শুক্রবার বিধায়কের উদ্যোগে পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের স্থানীয় একটি মন্দিরে বৃক্ষরোপণ করা হয়। শতাধিক বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর ডিস্কো মোরে প্রাকৃতিক ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং তার জন্য কি কি করনীয় তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাজারটি মেহেগুনি গাছ তুলে দেওয়া হয়। বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদার নিজে হাতে গাছগুলো তুলে দেন স্থানীয় হাতে। বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে আগামীতে গাছ বিলি করা হবে। পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তার এই উদ্যোগ বলে তিনি জানান।