কলকাতাঃ আগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওবা দফতর। হাওয়া অফিস সূত্রে খবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে থাকবে ঝড়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বেশ কিছু অংশে হুগলির দক্ষিণভাগ এবং কলকাতায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এরই মধ্যে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।