দেশ

মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার মঞ্চে ঝড় তুলেন প্রধানমন্ত্রী

৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, কাশ্মীরের ৩৭০ ধারা প্রসঙ্গকে বারবার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে তুরুপের তাস হিসাবে ব্যবহার করেছে বিজেপি।  এদিনের প্রচার মঞ্চে ঝড় তুলে মোদি একাধিক ঝাঁঝালো আক্রমণ শানান বিরোধীদের দিকে। তিনি দাবি করেন, অনেকেই প্রশ্ন তুলছেন যে, মহারাষ্ট্র নির্বাচনে কী করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘটনা প্রাসঙ্গিক হতে পারে? প্রশ্নের জবাব দিতে গিয়ে বিরোধীদের প্রতি মোদি মন্তব্য ‘ডুবে মরো, লজ্জা হওয়া উচিত, মনে ব্যথা হয়।’ নরেন্দ্র মোদি এদিন এও বলেন,’ রাজনৈতিক স্বার্থের জন্য কিছু মানুষ খোলাখুলি বলছেন যে মহারাষ্ট্র নির্বাচনের সঙ্গে কোনও মতেই যোগ নেই। আমি তাঁদের বলতে চাই, জম্মু-কাশ্মীর আর তার মানুষও মা ভারতীর সন্তান।’ এরপরই মোদি বিরোধীদের তোপ দেগে বলেন, ডুবে মরা উচিত এরকম বক্তব্য যাঁরা বলছেন তাঁদের।