মহারাষ্ট্রে মুখ পুড়েছে বিজেপি-র। তারই মধ্যে ফের আঘাত হানার খবর দিল একদা জোট শরিক শিবসেনা। শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবার জানান, খুব শীঘ্রই মহারাষ্ট্রের পর রাজনৈতিক ভূমিকম্প হবে গোয়াতে। আর তাতে বিজেপি শাসিত এই রাজ্যটিও হাতছাড়া হবে। এটা যে ফাঁকা আওয়াজ নয় তার প্রমাণ মিলেছে এদিন সকালে। দেখা গিয়েছে, গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই-সহ তাঁর দলের তিন বিধায়কের সেখানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন সঞ্জয় রাউত। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী এবার গোয়া পাখির চোখ শিবসেনার? এই বিষয়ে অবশ্য সঞ্জয় রাউত বলেন, ‘কমপক্ষে ৪ জন বিধায়ক, গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই-সহ আরও বিধায়করা শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছে। আমি মহারাষ্ট্র গোমন্তক পার্টির প্রধান সুধীন দাভলিকরের সঙ্গে কথা বলেছি। এছাড়া আরও কয়েকজন বিধায়ক যাঁরা গোয়া সরকারকে সমর্থন করেছে তাঁরাও যোগাযোগ রাখছে।’ গোয়াতেও অনৈতিক সরকার তৈরি হয়েছে। তাই পরিকল্পনা করা হচ্ছে বিভিন্ন দলকে নিয়ে পৃথক ফ্রন্ট তৈরি করে মিরাকেল ঘটাতে। এনসিপি-কংগ্রেস এবং শিবসেনা সহ-আরও কয়েকটি দলকে নিয়ে অবিজেপি ফ্রন্ট তৈরি করা হবে। তারপর প্রমোদ সাওয়ান্তের অনৈতিক-দুর্নীতির সরকারকে টেনে নামানো হবে বলে জানান সঞ্জয় রাউত। আর তাঁকে সমর্থন করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই।
Related Articles
Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
দিল্লি দাঙ্গার ঘটনায় বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ। আপাতদৃষ্টিতে অভিযোগে গ্রহণযোগ্যতার ইঙ্গিত রয়েছে, মন্তব্য আদালতের। ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় নির্দেশ রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরশিয়ার। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য অপরাধের ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য বিচারকের। প্রশাসনিক তথ্য অনুযায়ী ঘটনার সময় মিশ্র ওই এলাকায় ছিলেন, মন্তব্য […]
শিশুদের শরীরে দেখা দিচ্ছে কোভিডের নানা সমস্যা, দিল্লিতে ৩ সপ্তাহে ৫২ শিশুর শরীরে প্রকোপ
এবার কোভিড আক্রান্ত হচ্ছে শিশুরা। গত একমাসে দিল্লিতে বেশ কয়েকটি হাসপাতালে শিশুদের দেহে একাধিক প্রদাহজনিত সমস্যা দেখা গিয়েছে। কোভিড সংক্রমণের প্রায় চার থেকে ছয় সপ্তাহ পর এই লক্ষণগুলি দেখা যাচ্ছে। মূলত জ্বর, ফুসকুড়ি, চোখের সংক্রমণ, ডায়রিয়া, পেট-ব্যথা এবং বমিভাব থাকছে শিশুদের মধ্যে। এই লক্ষণগুলি খুব বেশিদিন থাকলে অঙ্গহানিরও সম্ভাবনা দেখা যায়। চলতি মাসের শুরুতে স্যার গঙ্গা […]
সপরিবারে তাজমহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স
প্রেমের আখ্যান স্মৃতিসৌধ তাজমহল দেখে মুগ্ধ হলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ৷ সরকারি সূত্রে খবর, বুধবার সকালে স্ত্রী সেকেন্ড লেডি ঊষা ভান্স ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে তাজমহল ঘুরে দেখেন দেখেন তিনি ৷ ভান্স তাঁর অনুভূতির কথা পর্যটকদের মতামত লেখার ডায়েরিতে নথিবদ্ধ করেছেন ৷ সপ্তদশ শতকে স্ত্রী মুমতাজের সমাধিক্ষেত্রের উপর স্মৃতিসৌধ তাজমহল নির্মাণ করেন […]