দেশ

মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি ৩ দলের

সুপ্রিম কোর্টে আইনি লড়াইযের পাশাপাশি এনসিপি, শিবসেনা এবং কংগ্রেসের নেতারা সোমবার সকালে রাজভভনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানিয়ে এসেছেন। তাঁদের দাবি, এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৫১ জনই তাঁদের সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ারের দাবি অসত্য। শিবসেনা ৬৪ জন, এনসিপি ৫১ জন এবং কংগ্রেস ৪৪ জন বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র পেশ করেছে। সঙ্গে জমা দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির ২ জনের স্বাক্ষরও।