দেশ

মাঝ নদীতে যাত্রী বোঝাই নৌকা উল্টে বিপত্তি,নিখোঁজ ৩০

অমরাবতী: গোদাবরী নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই একটি নৌকা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের দক্ষিণ গোদাবরী জেলার গোদাবরী নদীতে। সূত্রের খবর মোট ৬৩ জন পর্যটক নিয়ে কাঁচালুরুর দেবীপত্তনম থেকে গান্দি পচ্চামা মন্দিরের দিকে যাচ্ছিল ওই পর্যটক ভর্তি ওই নৌকাটি।প্রবল বন্যার ফলে অন্ধ্রপ্রদেশের নদিগুলিতে প্রচুর জল থাকায় টাল সামলাতে না পেরে মাঝ গোদাবরীতে উল্টে যায় নৌকাটি। জানা গিয়েছে উদ্ধার কাজে হাত মিলিয়েছে স্থানীয় গ্রামবাসীরা।সূত্রের খবর অনুযায়ী, এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত ত্রিশ জন নিখোঁজ। এছাড়া জানা গিয়েছে তেষট্টি জন পর্যটকের মধ্যে এখনও পর্যন্ত তেইশ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।দুর্ঘটনার খবর জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে অন্ধ্রপ্রদেশের পুলিশ সুপারিটেণ্ডেণ্ট, জেলা কালেক্টর এবং জল সেচ দপ্তরের কর্মীরা।