কলকাতাঃ গতকাল বিধানসভার অধিবেশন মুলতবি থাকার কারণে তিন নম্বর গেট বন্ধ থাকায় বাধ্য হয়ে দু’নম্বর গেট দিয়েই ভিতরে ঢুকেছিলেন রাজ্যপাল। তখন রাজ্য সরকারের উপর ক্ষোভে ফেটে পড়লেন ধনকড়। এরপর আজ আবারও বিধানসভায় রাজ্যপাল। তবে ঘটল না একই ঘটনার পুনরাবৃত্তি। পরিবর্তে প্রোটোকল মেনে তিন নম্বর গেট দিয়ে বিধানসভায় ঢুকলেন সস্ত্রীক রাজ্যপাল। জানানো হল তাঁকে অভ্যর্থনাও। রাজ্যপালকে স্বাগত জানান বিজেপি বিধায়করা। বিধানসভায় ঢোকার সময় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যপাল বলেন, ‘স্পিকার আমাকে কোনো নির্দেশ দেননি। আমি বৃহস্পতিবার এসেছিলাম। বি আর আম্বেদকরকে সম্মান জানানোর জন্য শুক্রবার আবার এসেছি।’ এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনও সময় আলোচনায় বসতে রাজি আছেন বলেও জানান তিনি। রাজ্যপাল বলেন, ‘নবান্ন, রাজভবন কিংবা কালীঘাটের বাসভবন মুখ্যমন্ত্রী যেখানে বলবেন আমি সেখানেই আলোচনা করতে রাজি আছি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি।’ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য-রাজ্যপাল সম্পর্ক ক্রমশই তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে সমস্ত সংঘাত ভুলে আবারও কেন আলোচনায় বসতে চাইছেন রাজ্যপাল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ফাইল চিত্র।