কলকাতা জেলা

মুর্শিদাবাদের নিহত ৫ শ্রমিককের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত মুর্শিদাবাদের ৫ শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট, ‘নৃশংস খুনে আমরা বেদনাহত৷ সত্যিটা জানতে উপযুক্ত তদন্ত চাই৷ কাশ্মীরে রাজনৈতিক কর্মসূচি হচ্ছে না৷ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কেন্দ্রের৷ আমাদের দলের সাংসদ ও বিধায়করা মুর্শিদাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন৷ এডিজি (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংকে দায়িত্ব দিয়েছি৷’

গতকাল সন্ধ্যা নাগাদ শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিহতদের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘিতে। তাঁরা হলেন, নইমুদ্দিন শেখ (২৮), মুরসালিন শেখ (৩০), রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), রফিকুল শেখ (৩০)। অনন্তনাগের হাসপাতালে ভর্তি রয়েছেন জহিরুদ্দিন। তাঁর পায়ে গুলি লেগেছে। নিহতরা সবাই দিনমজুর। বাড়িভাড়া নিয়ে কুলগামের কাতরাসু গ্রামে থাকতেন তাঁরা। এদিকে, এই হত্যার খবর আসতেই গোটা এলাকা জুড়ে শোকের আবহ।