দেশ

রাজস্থানের বিকানেরে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৭, আহত ৫

মঙ্গলবার সকালে রাজস্থানের বিকানের জেলার দেশনোক শহরে ৪৯ নম্বর জাতীয় সড়কের ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭জনের। দুটি গাড়ির সংঘর্ষের মাঝখানে পড়ল একটি বাইকও। দুই বাইকআরোহী সহ জখম আরও ৫জন। সংঘর্ষ এতোটাই জোরে হয়েছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ঢুকে যায় ট্রাকের সামনের চাকার নীচে। দুটি গাড়ির সংঘর্ষের ধাক্কা লাগে সেসময় পাশ দিয়ে যাওয়া একটি বাইকেও। বাইকের দুই আরোহীও ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই গাড়ির ৬ জন আরোহীর মৃত্যু হয়েছে। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান গাড়ির আরেক আরোহী। বাকিদের বিকানেরের পিবিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।