রাজস্থানের সম্ভর লেকের ধারে কয়েক হাজার পাখির মৃত্যু হয়েছে ৷ প্রায় দশটি প্রজাতির কয়েক হাজার পরিযায়ী পাখির মৃতদেহ পাওয়া গেছে ৷ কর্তৃপক্ষের আশঙ্কা এই মৃত্যুর কারণ জলদূষণ ৷ সরকারি সূত্রে জানা গেছে, মৃত পাখির সংখ্যা ১৫০০ ৷ যদিও স্থানীয়দের দাবি প্রায় ৫০০০ পাখি মরেছে । কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৃত্যুর কারণ জলদূষণ বলে তাদের আশঙ্কা ৷ তবে তারা ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷