মালদা

রাজ্য নগর জীবিকা মিশন ও মিশন নির্মল বাংলা সংযুক্তিকরণ কর্মসূচিকে সামনে রেখে সচেতনতা শিবির

হক জাফর ইমাম, মালদা: সোমবার পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ওসমানিয়া হাই মাদ্রাসায় পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন ও মিশন নির্মল বাংলা সংযুক্তিকরণ কর্মসূচিকে সামনে রেখে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয় ।এই শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ইও সাহেব প্রবীর কুমার রায় এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ca2 চেয়ারম্যান স্বপন সরকার এবং ডিস্ট্রিক্ট ডাইভারসিটি ম্যানেজার নাজির হোসেন ও পুরাতন মালদা পৌরসভার সিটি ডাইভারসিটি ম্যানেজার শান্তা ঘোষ মহাশযয়া। ।আজকের এই শিবিরের প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন গোষ্ঠী দলের মহিলারা অংশ নেয়। মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ডগুলোতে প্লাস্টিক অর্থাৎ ক্যারিব্যাগ কিভাবে বর্জন করা যায় । শুধু তাই নয় বর্তমান পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে তার জন্য জলের অপচয় বন্ধ করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের সচেতনামূলক আলোচনা হয় এই শিবিরে।পৌরসভার আধিকারিক স্বপন সরকার জানান এই কর্মসূচি ২ তারিখ থেকে শুরু করে আগামী ৯ তারিখ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গোষ্ঠীর মহিলাদের দিয়ে পরিবেশ দূষণ সচেতনতা গড়ে তুলবে ও হাতে কলমে কাজ করবে এবং মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গানের মধ্যে পরিবেশকে মুক্ত রাখার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতা করা হবে ।আজকে এই শিবিরের শেষে গোষ্ঠীর মহিলাদের এবং পুরো কর্মী দের দিয়ে প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে একটি সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়, এই র‍্যালি গোটা মঙ্গলবাড়ী শহর পরিক্রমা করে এসে আবার ওসমানিয়া হাই মাদ্রাসা শেষ হয়।