কলকাতা দেশ

রান্নার গ্যাসের দাম বাড়লো ১৪৯ টাকা

ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। গত আগস্ট মাস থেকে এই নিয়ে ষষ্ঠবার দাম বৃদ্ধি হল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের। চলতি মাসেই ১৯ টাকা দাম বেড়েছে সিলিন্ডারের। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের লাফ গ্যাসের দামের। বুধবার থেকে কলকাতায় গ্যাসের সিলিন্ডারের দাম ১৪৯ টাকা বেড়ে হল ৮৯৬ টাকা। কলকাতার পাশাপাশি অন্যান্য মেট্রো শহরগুলিতেও গ্যাসের দাম বেড়েছে। দিল্লিতে ইনডেন গ্যাস সিলিন্ডারের দাম ১৪৪.৫০ টাকা বেড়ে হয়েছে ৮৫৮.৫০ টাকা, মুম্বইয়ে ১৪৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮২৯.৫০ টাকা এবং চেন্নাইতে ১৪৭ টাকা বেড়ে হয়েছে ৮৮১ টাকা। ফলে মধ্যবিত্তের পকেটে বড়সড় ধাক্কা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বছরে ১২ টি গ্যাসের জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকিহীন দামেই গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহকরা। পরে ভর্তুকির টাকা সরাসরি চলে যায় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ১২ টার বেশি সিলিন্ডার নিলে আর কোনো ভর্তুকি পান না গ্রাহকরা। গ্যাসের প্রায় ২৭ কোটি উপভোক্তার মধ্যে প্রায় ২ কোটি মানুষ সাবসিডি পান না।