কলকাতা

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতাঃ আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু বৈঠককে শুধুই ঘরোয়া আলোচনা বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আলোচনা শুরুর আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকে স্বর্ণচুরি, শাল এবং আরও বেশ কয়েকটি উপহার দিয়ে দিয়েছেন। আজ ইডেন গার্ডেনে ভারত- বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট ম্যাচ দেখতে শহরে এসেছিলেন বাংলাদেশের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় তাঁর। তিস্তা জল বণ্টন চুক্তি থেকে শুরু করে অনুপ্রবেশ ও NRC সহ একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হয়। কিন্তু বৈঠক শেষে এ ব্যাপারে মুখ খুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, “খুব ভালো লাগল কথা বলে । ওঁকে আমি আবারও আসতে বলেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক যেন এমনই বন্ধুত্বপূর্ণ, সৌহার্দপূর্ণ থাকে এই নিয়েই আলোচনা হয়েছে ।”