সংশোধনাগারের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করার চেষ্টা করল নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মা । 3 মার্চ ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার দোষীকে । তার সপ্তাহ দুয়েক আগে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কোথাও কি আবার সাজা বিলম্বিত করার চেষ্টা চলছে ? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।


