আরবিআই এর মধ্যে কোনও সোনা বিক্রি করেনি বা ব্যবসার কাজে লাগায়নি। আজ টুইট করে এই বিবৃতি দিয়ে আরবিআই বলেছে, সংবাদাধ্যমে সাম্প্রতিক দিনে প্রকাশিত এই সব খবর সম্পূর্ণ ভুল। সম্প্রতি আরবিআই-এর সাপ্তাহিক স্ট্যাটিস্টিক্যাল সাপ্লিমেন্ট বা ডব্লুএসএস-এর তথ্য প্রকাশ করে সংবাদসংস্থা এএনআই বলেছিল, কেন্দ্রীয় ব্যাঙ্ক ৫.১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা কিনেছে এবং ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার সোনা বিক্রি করেছে। দেশের আর্থিক দুরবস্থা মেটাতেই এই পদক্ষেপ করেছে আরবিআই বলে উল্লেখ করা হয়েছিল রিপোর্টে। কিন্তু রবিবার আরবিআই ওসনা বিক্রির সেই তত্ত্ব খারিজ করে বলেছে, আন্তর্জাতিক হারে সোনার দামের উপর নির্ভর করে মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে সোনার দামের ওঠাপড়ার প্রতিফলন ঘটেছিল ডব্লুএসএস-এর রিপোর্টে। গত শুক্রবারের ডব্লুএসএস প্রকাশ করে আরবিআই দাবি করেছে, গত ১৮ তারিখের থেকেদেশের মজুত স্বর্ণভান্ডার এখন ১৯১২১৫ কোটি টাকা। যার অর্থ গত ১১ তারিখ থেকে এর মধ্যে প্রায় ০.৪৯ শতাংশ বা ৯৩৮ কোটি টাকা মূল্যের সোনা বেড়েছে আরবিআই-এর স্বর্ণভান্ডারে।