করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। আজ রাজ্য সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রেড জোন সহ সব জায়গায় মদের দোকান খোলা যাবে। তবে কনটেইনমেন্ট জোনে অঞ্চলে খোলা যাবে না মদের দোকান। রাজ্য সরকারের নির্দেশে বলা হয়েছে, রেড জোনে পড়া জেলাগুলিতে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অত্যবশকীয় নয় এমন দোকানও খোলা যাবে। প্রতিটি লেনে সর্বোচ্চ পাঁচটি দোকান বা স্টোর বিক্রিবাটা করতে পারবে। তবে কঠোর সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে।