জেলা

হুগলি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

হুগলি কমিশনারেট এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার । ১৩জুলাই রাতে চুঁচুড়ার রবীন্দ্রনগরে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বাধে ৷ তারপর এখনও পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই কুখ্যাত দুষ্কৃতীকে ৷ চুঁচুড়া রবীন্দ্রনগরের দুষ্কৃতী টোটন বিশ্বাসের দুই সাগরেদ প্রসেনজিৎ সাহা ওরফে নেপা এবং মিলন শীল ওরফে ভাগ্নাকে গ্রেপ্তার করা হয় ৷ ২টি কারবাইন, ম্যাসকেট দোনলা বন্দুক, এক নলা বন্দুক, পিস্তল মিলিয়ে ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷ সাংবাদিক বৈঠকে চন্দননগর কমিশনার হুমায়ুন কবির বলেন, ‘ ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি । তার মধ্যে উল্লেখযোগ্য হল তিনটি কার্বাইন পাওয়া গেছে । ৬টি মাস্কেট , ৩টি ৯এমএম পিস্তল, ৭এমএম ওয়ান সাটার সহ রিভলভার উদ্ধার করা হয়েছে । এছাড়াও ৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে দুষ্কৃতীদের কাছ থেকে ।