কলকাতা

ফের নিম্নমুখী পারদ, আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আগামী সপ্তাহে আবারও উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই। দার্জিলিং-কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য কম। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও নামবে তাপমাত্রার পারদ। সোমবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তারপর ফের বাড়বে তাপমাত্রা।রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশার দাপট থাকবে। দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে আসতে পারে কয়েকটি জেলায়।