দেশ

১০৬ দিন জেলে রাখার পরেও আমার বিরুদ্ধে কোনও চার্জ গঠন করতে পারেনি: পি চিদম্বরম

১০৬ দিন জেলে থাকার পর বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এদিন সকালে সুপ্রিম কোর্ট তাঁকে আইএনএক্স মিডিয়া মামলায় জামিন দিয়েছে। তারপর সব কিছু নিয়মকানুন সেরে রাতে তিহাড় থেকে মুক্তি পান এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। জেলের বাইরেই এদিন সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলেন কংগ্রেস সমর্থকরা। চিদম্বরম জেল থেকে বেরোতেই তাঁরা স্লোগান দিতে শুরু করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। তাই এখনই কোনও মন্তব্য করব না। তবে এটুকু অবশ্যই বলব যে ১০৬ দিন জেলে রাখার পরেও আমার বিরুদ্ধে ওরা কোনও চার্জ গঠন করতে পারেনি’। চিদম্বরমকে জামিনের শর্ত হিসাবে বলা হয়েছে, তিনি বিনা অনুমতিতে বিদেশে যেতে পারবেন না। যখনই জেরার জন্য ডাকা হবে, তখনই তাঁকে উপস্থিত হতে হবে।