গুজরাতঃ ছাত্রীদের নগ্ন করে ঋতুমতী কি না পরীক্ষা করার অভিযোগে অবশেষে মামলা দায়ের হল কলেজের প্রিন্সিপাল সহ ৪জনের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ (মহিলার সম্মানহানি), ৩২৩ (স্বতঃপ্রণদিতভাবে আঘাত করা) ও ২৯৪(a) এবং (বি) নং ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷স্বামীনারায়ণ সংস্থা দ্বারা পরিচালিত গুজরাতের শ্রী সহজানন্দ গার্লস কলেজে গত মঙ্গলবার 68 জন ছাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়ে জোর করে বিবস্ত্র করে পরীক্ষা করা হয় তারা ঋতুমতী কি না ৷ এই ঘটনায় ছাত্রীরা ও তাদের পরিবার সরব হলে কাল মহিলা কন্সটেবল সহ ভুজ পুলিশ ওই কলেজে যায় এবং ছাত্রীদের আলাদা ঘরে নিয়ে গিয়ে বয়ান রেকর্ড করে ৷ দুই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আজ কলেজের প্রিন্সিপাল রিতা রানিগা, কোঅর্ডিনেটর অনিতা, পিয়ন নয়না ও হস্টেল কর্মকর্তা রমিলার নামে এফআইআর দায়ের করা হয় ৷ তবে বয়ান দেওয়া ছাত্রীদের মধ্যে ১০-১২জন ওই কলেজের ট্রাস্ট্রিদের সঙ্গে থানায় গিয়ে বলেন, তারা কেবল বয়ান দিয়েছেন, কলেজের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে চাননি ৷ কালই ছাত্রীদের একাংশ বলে যে, কলেজ কর্তৃপক্ষ অভিযোগকারী ছাত্রীদের ধমক ও শাসানি দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ৷ এই ঘটনায় কচ্ছের পুলিশ সুপার সৌরভ তোলাম্বিয়াও বলেন, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগকারী ছাত্রীদের উপর চাপ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য ৷ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, ‘‘বিষয়টি হস্টেলে হয়েছে ৷ এক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় জড়িত নেই ৷ সমস্ত ঘটনাটিই ছাত্রীদের অনুমতি নিয়ে হয়েছে, কেউ জোর করেনি বা বিনা অনুমতিতে কোনও ছাত্রীর গায়ে হাত দেওয়া হয়নি ৷’’