
সিএএ-র বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে দিল্লিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। আহত হয়েছে ২০০জন। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩ । আজ সকালে গুরু তেগবাহাদুর হাসপাতালে আরও ৭জনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যেই উত্তর-পূর্ব দিল্লিতে শুরু হয়েছে পুলিসের ফ্ল্যাগমার্চ। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার পর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দিল্লির কমিশনার(উত্তর-পূর্ব) ও দিল্লি পুলিশের নবনিযুক্ত বিশেষ কমিশনার এস এন শ্রীবাস্তবকে নিয়ে বৈঠক করেন তিনি ।


