মালদা

অঙ্গনারী কেন্দ্রের শিশুদের পরিষ্কার পরিছন্নতা নিয়ে জেলা জুড়ে ওয়াশ কর্মসূচি

হক জাফর ইমাম, মালদাঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন মালদা জেলা জুড়ে চালু হচ্ছে ওয়াশ কর্মসূচি। দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ও মালদা জেলা প্রশাসনের আইসিডিএস দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি চালু হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে জেলার পুরাতন মালদা ও চাচল ১ ব্লকের ৫৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কর্মসূচি শুরু করা হবে। এই কর্মসূচি শুরু করা নিয়ে শুক্রবার মালদা জেলা প্রশিক্ষণ কেন্দ্রে একটি কর্মশালা হয়েছে। মালদা জেলায় ৫৫৭৩ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছে। সেখানে প্রায় সাড়ে চার লক্ষ ৬ বছর বয়স পর্যন্ত শিশুরা আসে। অভিযোগ ওই শিশুদের বেশিরভাগেরই স্বাস্থ্য বিধি বা পরিষ্কার পরিছন্নতা নিয়ে কোন ধ্যান ধারণা নেই । ফলে তারা না না পেটের রোগে ভোগে। ডায়েরিয়াতেও আক্রান্ত হয়। এবার থেকে ওয়াস কর্মসূচিতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের ও স্বাস্থ্যবিধি সহ পরিষ্কার পরিচ্ছন্ন তা বোধ নিয়ে সচেতন করা হবে। এবং কিভাবে তা হবে তা হাতে-কলমে শেখানো হবে। আইসিডিএস সূত্রে জানা গিয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ২৮টি ও চাচল ১ ব্লকের ২৮ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কর্মসূচি চালু করা হবে। এই দুই ব্লকের ৫৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মসূচি সফল হলে জেলার বাকি সব অঙ্গনারী কেন্দ্র গুলোতে তা চালু করা হবে। আইসিডিএস প্রকল্পের মালদা জেলা প্রকল্প অধিকর্তা অশোক কুমার পোদ্দার বলেন, এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে আসা শিশুদের খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়া, শৌচকর্মের পরে সাবান দিয়ে হাত ধোয়া প্রভৃতি শেখানো হবে। এছাড়া কি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেসব শেখানো হবে। এদিন জেলা প্রশিক্ষণ কেন্দ্র এ নিয়ে একটি কর্মশালা হয়েছে সেখানে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। আইসিডিএস প্রকল্পের বিভিন্ন ব্লকের সুপারভাইজারদের কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।