ধর্ষণের যে কোনও অভিযোগের তদন্ত ও শুনানি ২১ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। সঙ্গে নৃশংস যৌন হিংসার কোনও ঘটনা ঘটলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিতে হবে। অন্ধ্রপ্রদেশের মন্ত্রীসভায় পেশ করা হল নতুন আইনের খসড়া। ২৭ নভেম্বর রাতে হায়দরাবাদের পশু চিকিত্সকের ওপর ঘটে যাওয়া ভয়ানক যৌন হিংসার পর দেশ উত্তাল হয়ে ওঠে। এমনই অবস্থায় বুধবার, ১১ ডিসেম্বর অন্ধ্রের মন্ত্রীসভায় পেশ করা হল অপরাধ দমন আইনের কিছু সংশোধনী প্রস্তাব। হায়দরাবাদের পশু চিকিত্সকের ঘটনা মাথায় রেখে প্রস্তাবের নাম দেওয়া হল ‘অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট’। এরপর প্রস্তাব পেশ করা হবে বিধানসভায়। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, কোনও মহিলার বিরুদ্ধে যৌন হামলা হলে এবং সেই ঘটনার যথেষ্ট প্রমাণ হাতে থাকলে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে ফেলতে হবে। শুনানির জন্য দেওয়া হবে আরও ১৪ দিন। সব মিলিয়ে এই ধরণের মামলা ২১ দিনের মধ্যে সমাধান করতে হবে। এছাড়া ভারতীয় দণ্ডবিধিতেও কিছু আইনি সংস্থান যুক্ত করা হবে, যা নজর রাখবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যৌন হেনস্থা ও শিশুদের ওপর যৌন আক্রমণের ঘটনার ওপরেও। মহিলা ও শিশুদের ওপর হওয়া হেনস্থার বিচারের জন্য তৈরি হবে জেলাভিত্তিক বিশেষ আদালত। ‘অন্ধ্র প্রদেশ স্পেশাল কোর্ট ফর স্পেসিফায়েড অফেন্সেস এগেনস্ট উওমেন অ্যাণ্ড চিল্ড্রেন বিল ২০১৯’- এ একথাও বলা হয়েছে। এই খসড়া প্রস্তাব অনুযায়ী ১৩টি জেলায় বিশেষ আদালতের ব্যবস্থা করা হবে।