দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনার সাত বছর পর দোষীদের ফাঁসি কার্যকর হল। শুক্রবার তিহার জেলে কাঁটায় কাঁটায় ভোর সাড়ে ৫টার সময় মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের ফাঁসির আদেশ কার্যকর হয়। মেয়ের ধর্ষক ও খুনিদের ফাঁসির খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্ভয়ার মা। তাঁর প্রতিক্রিয়া, ‘আমার মেয়ে বিচার পেল। এই লড়াই দেশের প্রতিটি মেয়ের জন্য ছিল। আগামীদিনেও এই লড়াই চলবে’।


