জেলা

অর্জুনের গড়ে ভাঙন ধরিয়ে ফের জোড়াফুল হতে চলেছে ভাটপাড়া

ব্যারাকপুর: খাস অর্জুন সিং-এর গড়ে ভাঙন। ফের একবার ভাটপাড়া পুরসভার পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। দীপাবলির পরেই অনাস্থা প্রস্তাব আনতে পারে তারা।বুধবার বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে ভাটপাড়ায় দলীয় সভায় যোগ দিয়ে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, ভাটপাড়ার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ২১ জনেরও বেশি কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে চলে এসেছেন। বিজেপির আরও দুই কাউন্সিলরের বিধানসভায় গিয়ে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তিনি বিজেপিতে যোগ দিতেই ভাটপাড়ায় পুরপ্রধানের পদ থেকে তাঁকে সরাতে উদ্যোগী হয় তৃণমূল। ৮ এপ্রিল সেখানে ২২-১১ আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং।এরপর ৪ জুনের আস্থাভোটে ২৬ জন কাউন্সিলর বিজেপির পক্ষে ভোট দেন। সাংসদ অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং আস্থা ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচন হন। ফের একবার দীপাবলির পর বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। আর সেই আস্থাভোটেই ফের ঘাসফুল শিবিরে হতে পারে ভাটপাড়া পৌরসভা।