অবশেষে হল অপেক্ষার অবসান। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের তালিকা। আগামী ৯ ফেব্রুয়ারি ৯২ তম অস্কার অনুষ্ঠিত হবে। তার আগে মনোনয়নের তালিকা পেশ করল জন চ এবং ইসা রায়। ৬টি ক্যাটাগরিতে বেছে নেওয়া হয়েছে সেরার সেরা-কে। ২০২০ সালের অস্কারের দৌড়ে শেষ পর্যন্ত কোন ছবি এবং কোন তারকারা মনোনয়ন পেলেন, তার গোটা তালিকা প্রকাশ করেছে দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)। সবমিলিয়ে ১১টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে রয়েছে টড ফিলিপ্স পরিচালিত ‘জোকার’। অভিনেতা ওয়াকিন ফিনিক্স-এর অভিনয় নিয়ে কারও কোন সন্দেহ ছিল না। তার সঙ্গে সেরা ছবি, পরিচালনা, সিনেম্যাটোগ্রাফি -সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছে এই ছবি। গত বছরের মতো এই বছরও ৯২ তম অস্কার অনুষ্ঠানে কোনও নির্দিষ্ট সঞ্চালক থাকছে না বলে জানা গিয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক এবছরের অস্কারের তালিকা –
সেরা ছবি
জোকার
প্যারাসাইট
ফোর্ড ভার্সেস ফেরারি
১৯১৭
ওয়ান্স আপন আ টাইম.ইন হলিউড
ম্যারিজ স্টোরি
দ্য আইরিশম্যান
জোজো ব়্যাবিট
লিটল উইম্যান
সেরা পরিচালক
টোড ফিলিপস (জোকার)
মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান)
স্যাম মেন্ডিস (১৯১৭)
বং জুন হো (প্যারাসাইট)
কোয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন এ টাইম.. ইন হলিউড)
সেরা অভিনেতা
জোয়াকিন ফিনিক্স (জোকার- আর্থার ফ্লেক/জোকার)
অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি- চার্লি বারবার)
লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড- রিক ডালটন)
আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি- সালভাদর মালো)
জনাথন প্রাইস (দ্য টু পোপস- পোপ ফ্রান্সিস)
সেরা অভিনেত্রী
স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি- নিকোল বারবার)
শার্লিজ থেরন (বম্বশেল- মেগান কেলি)
রেনে জেলওয়েগার (জুডি- জুডি গারল্যান্ড)
সিনথিয়া এরিভো (হ্যারিয়েট- হ্যারিয়েট টাবম্যান)
সার্সা রোনান (লিটন উইম্যান- জোসেফিন ‘জো’ মার্চ)
সেরা পার্শ্ব–অভিনেতা
ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম.ইন হলিউড- ক্লিফ বুথ)
টম হ্যাংকস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবরহুড- ফ্রেড রজারস)
আল পাচিনো (দ্য আইরিশম্যান- জিমি হফা)
জো পেশি (দ্য আইরিশম্যান- রাসেল বাফালিনো)
অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস- পোপ বেনেডিক্ট সিক্সটিন্থ)
সেরা পার্শ্ব–অভিনেত্রী
লরা ডার্ন (ম্যারিজ স্টোরি- নোরা ফ্যান্স)
ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল- বারবারা ‘ববি’ জুয়েল)
মার্গো রবি (বম্বশেল- কায়লা পসপিসিল)
ফ্লোরেন্স পিউ (লিটন উইম্যান- অ্যামি মার্চ)
স্কারলেট জোহানসন (জোজো ব়্যাবিট- রোজি বেজলার)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
কোরপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস
সেরা অ্যানিমেশন ছবি
হাউ টু ট্রেন ইওর ড্রাগন- দ্য হিডেন ওয়ার্ল্ড, আই লোস্ট মাই বডি, কালাস, মিসিং লিঙ্ক, টয় স্টোরি ৪