দেশ

আজই বায়ুসেনার বাহাদুরের শেষ উড়ান

শুক্রবার যোধপুর বিমানঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে যুদ্ধবিমান মিগ ২৭। যুদ্ধবিমান মিগ ২৭-এর সঙ্গে চার দশক ধরে ভারতীয় বায়ুসেনার সম্পর্ক। বায়ুসেনার কাছে মিলেছে আদরের ডাকনাম ‘‌বাহাদুর’‌। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর ওই ডাকনাম পড়েছিল তার। সে-সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সে। আজ যোধপুর

বিমানঘাঁটি থেকে শেষবারের জন্য উড়বে দেশের শেষ মিগ-২৭ এমএল-এর শেষ স্কোয়াড্রনের ৭টি বিমান। শেষ উড়ানের পর বিমানগুলিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশকুমার সিং ভাদুরিয়া, বায়ুসেনার দক্ষিণ-পশ্চিম বায়ুসেনা কমান্ডের প্রধান এয়ার মার্শাল এস কে ঘোটিয়া।