দেশ

আজ পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণে স্মৃতিসৌধের উন্মোচন

আজকের দিনে ঠিক একবছর আগের সেই বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান । আজ তাঁদের স্মৃতিসৌধ উন্মোচন হবে জম্মু-কাশ্মীরের লেতপোরা ক্যাম্পে । পুলওয়ামায় বিস্ফোরণের জায়গাটির পাশেই একটি সিআরপিএফ ক্যাম্পে স্মৃতিসৌধগুলি নির্মাণ করা হয়েছে । সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নীতি সেবা ও নিষ্ঠার সঙ্গে সৌধগুলিতে খোদাই করা থাকবে ৪০ জনের নাম ও ছবি । আজ জম্মু ও কাশ্মীরের লেতপোরা ক্যাম্পে উন্মোচন হবে সৌধগুলির ।