আজ, শুক্রবার এনআরসি ও সিএএ’র প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনের তিনিই এখন প্রধান মুখ। তাঁর দেখানো পথেই সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এহেন মেগা ইভেন্টকে ঘিরে দলের পাশাপাশি পুলিস প্রশাসনেরও বৃহস্পতিবার দম ফেলার ফুরসৎ ছিল না। এদিকে মুখ্যমন্ত্রীর র্যা লির সূচনা মঞ্চের স্থান বদল করা হয়েছে। ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মঞ্চ সরিয়ে আনা হয়েছে মৈনাক ট্যুরিস্ট লজের সামনে। মৈনাক ট্যুরিস্ট লজের সামনের মঞ্চে বক্তব্য পেশ করে মিছিল শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। মিছিল শেষ হবে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। প্রায় ৬ কিমি হাঁটবেন তিনি। দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস বৃহস্পতিবার শিলিগুড়িতে পা রেখেই মঞ্চ তৈরির কাজ তদারকি করতে যান। অরূপবাবু বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার। আমরা তা হতে দেব না। কালাকানুন সিএএ এবং এনআরসি বাতিলের দাবিতে ঐক্যের বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক র্যা লির সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফাইল চিত্র।


