কলকাতা

আপাতত হচ্ছে না ভোট, কলকাতা পুরসভা চালাবেন প্রশাসক

কলকাতাঃ আপাতত হচ্ছে না ভোট তাই কলকাতা পুরসভায় এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। ৮ মে বসবেন প্রশাসক। মঙ্গলবার একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তবে প্রশাসক কে হচ্ছেন তা নিয়ে কিছু জানাননি ফিরহাদ হাকিম। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ভোট হচ্ছে না। সেই কারণে প্রশাসক বসানোর সিদ্ধান্ত। কারণ কাজকর্ম তো আটকে রাখা যাবে না। এখন কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। তাই অ্যাডভোকেট জেনারেলের কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছিল। রিমুভ্যাল অফ ডিফকাল্টিস অ্যাক্ট-এ এই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ভোট করা সম্ভব নয়। সেটা নির্বাচন কমিশন আগেই জানিয়েছে। সুপ্রিম কোর্টও জানিয়েছে। তাই যতদিন পর্যন্ত না ভোট হচ্ছে, ততদিন প্রশাসক কাজ চালাবেন।’ ‘প্রশাসক কে হবেন তা আগামী ২-১ দিনের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে। যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আপৎকালীন পরিস্থিতিতে পুরসভার বর্তমান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেই প্রশাসকের আসনে বসাতে চান।