দেশ

‘আমার ‌খাঁচাবন্দি জন্তুর মতো অবস্থা’, অমিত শাহকে চিঠি লিখলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের

মা গ্রেপ্তার। তাই উদ্যোগী মেয়ে। তাই‌ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চিঠি লিখলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে তাঁর দ্বিতীয় ভয়েস মেসেজে মারাত্মক অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, তাঁর মা গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে তাঁর বাড়িতে আটক করে রাখা হয়েছে। এমনকী তিনি যদি আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তবে তাঁকে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে ইলতিজা জাভেদ লিখেছেন, ‘‌১৫ আগস্ট দেশের বাকি অংশগুলি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করলেও, কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি হয়ে রয়েছেন। তাঁরা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর বাড়ির দরজা থেকে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসা মানুষজনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তাঁকেও বাড়ি থেকে এক পা বেরোতে দেওয়া হচ্ছে না।’‌ স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা তাঁর চিঠিতে তাঁকে আটক করে রাখার কারণ জানতে চেয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘‌নিরাপত্তা কর্মীরা তাঁর আটক হওয়ার কারণ হিসাবে গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার কথা উল্লেখ করেছেন। আমি আবার কথা বললে আমাকে মারাত্মক পরিণতিরও হুমকি দেওয়া হয়েছে।’‌ প্রতীকী ছবি।