বিদেশ

আমেরিকা ৩.৭ মিলিয়ান ডলার অনুদান দিচ্ছে চিনের উহান ল্যাবকে, যারা বাদুড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল

সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়ানোর পিছনে চিনের অনেকই দায়ী মনে করে৷ আর আমেরিকা চিনের ইউহানের জন্য আর্থিক সাহায্য করেছে ৷ অনেকেই মনে করেন সেখান থেকেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশ্ব ব্যাপি ৷ অনেকেই মনে করেন ইউহানের একটি ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস লিক হয়ে আজ সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে ৷ ইউহানের এই ল্যাবকে আর্থিক অনুদান দিয়েছে আমেরিকা ৷ ডেইলি মেলের একটি রিপোর্টের ভিত্তিতে বলা যেতে পারে যে ইউহানের ইন্ডাসট্রিজ অফ বায়োলজিকে আমেরিকার সরকার ৩.৭ মিলিয়ান ডলার আর্থিক সাহায্য করেছে ৷ জানা গিয়েছে অনেকেই মনে করেছেন বাদুড়ের শরীর থেকে করোনা ভাইরাসের জীবাণু মানুষের শরীরে পৌঁছেছে ৷ বাদুড়ই আদতে করোনা ভাইরাস ছড়িয়েছে কি না তা সত্যিই দেখার বিষয় ৷ ইনস্টিটিউট অফ ভিরোলজি দি চায়না ইউনান থেকে কিছু বাদুড় ধরা হয়েছিল ইউহান থেকে প্রায় এক হাজার মাইল দূরে থেকে বাদুড়ের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার বিপুল অর্ত সাহায্য ৷

banganews.net