কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাংসদ রাহুল গান্ধী। তিনি এই অ্যাপকে পরিশীলিত নজরদারি ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছেন। এই অ্যাপের দ্বারা ব্যবহারকারীদের ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা যাবে। বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবীদের দ্বারা এই অ্যাপ পরিচালিত। রাহুল গান্ধী টুইটে লেখেন, এই আরোগ্য সেতু অ্যাপে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এর ফলে তথ্য ও ব্যক্তিগত পরিসর খর্ব হয়ে যাবে। প্রযুক্তি আমাদের নিরাপদ রাখতে সাহায্য করে। কিন্তু মানুষের অনুমতি ছাড়া তাঁদের উপর নজরদারি চালানো কি যুক্তিসংগত। নাকি কেউ এটা মেনে নেবেন। ২ এপ্রিল চালু করা হয়েছে এই অ্যাপ। এপ্রিল মাসের প্রথমে এই অ্যাপ মোবাইলে রাখা বাধ্যতামূলক করা না হলেও, এই অ্যাপ এপ্রিলের শেষে বাধ্যতামূলক করা হয়েছে।


