দেশ

আস্থা ভোটে হার, কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের পতন

আজ সন্ধ্যাবেলা বিধানসভায় আস্থা ভোটে হেরে গেলেন এইচডি কুমারস্বামী। ফলে দক্ষিণের এই রাজ্যে পতন হল জেডিএস–কংগ্রেস জোট সরকারের। আস্থা ভোটে বিজেপি পেল ১০৫টি ভোট। জেডিএস–কংগ্রেস জোট পেল ৯৯টি ভোট। বিএসপির একজন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। ফলে বর্তমান সরকারের পতনের পর এবার কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠ জোট হিসেবে সরকার গড়বে এনডিএ। সেক্ষেত্রে ১‌৫ জন বাতিল বিধায়কের ভাগ্য নির্ধারিত হবে পরবর্তীকালে। তাঁদের বিধায়ক পদ বাতিল হলে সেখানে পুনর্নিবাচনের পর ওই আসনগুলির ফলাফল নির্ধারিত হবে। তবে সূত্রের আপাতত ১৪ মাস পরে ফের মুখ্যমন্ত্রীর পদে ফিরছেন ইয়েদুরাপ্পা। শোনা যাচ্ছে, আগামী দুদিনের মধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপি।