কলকাতা

ইএম বাইপাসে মোটরবাইক দুর্ঘটনায় মৃত যুবতি

কসবা থেকে ইএম বাইপাসের উপর দিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল মোটরবাইকটি। আর সেই গতিই প্রাণ কেড়ে নিল যুবতীর। দুর্ঘটনার কবলে পড়ে মোটরবাইকে সওয়ার ওই যুবতী। তাঁর সঙ্গী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বাইপাসের উপর আরসালান রেস্তোরাঁর কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের লোহার রেলিংয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। সঙ্গে সঙ্গে উলটে ছিটকে রাস্তায় পড়ে দু’‌জন। তাতে গুরুতর জখম হন মোটরবাইক আরোহী শুভম প্রতাপ সিং (২৩) এবং তাঁর সঙ্গিনী ২২ বছরের রোজি ডিক্রুজ। দু’‌জনেরই রক্ত ঝরতে থাকে। তাঁদের দু’‌জনকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা রোজিকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক শুভমের চিকিত্‍‌সা চলছে।