কলকাতা

ইমামদের পর এবার পুরোহিতরা পাবেন ভাতা

 ইমামদের পর এবার পুরোহিত ভাতা চালুর ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভা এলাকার অন্তর্গত শ্মশানগুলিতে যেসব পুরোহিতরা দীর্ঘদিন ধরে নানা কাজের সঙ্গে যুক্ত, তাঁরাই এই ভাতা পাবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ রাজ্যের ক্ষমতায় আসার কয়েক বছর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মোয়াজ্জেমদের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ সেইমতো তাঁদের ভাতাপ্রদান শুরু হয়৷ এবার কলকাতা পুরসভার অধীনে মোট ৭টি শ্মশান রয়েছে৷ সেখানে কর্মরত পুরোহিতরা কেউ কেউ অগ্রদানী, কেউ বা পারলৌকিক কাজের সঙ্গে যুক্ত৷ এঁদের নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‌পুরোহিতদের মধ্যে অনেকেই খুব দরিদ্র৷ অগ্রদানী হওয়ায় সবরকম আচার–অনুষ্ঠানে অংশ নিতে পারেন না৷ শুধু দাহকাজের আগে পরে হিন্দু রীতিনীতি মেনে সামান্য কিছু কাজ এঁদের জন্য বরাদ্দ থাকে৷ তাই আয়ও তেমন হয় না৷ বুধবার তাই পুরসভার অধিবেশনে আলোচনাক্রমে ঠিক করা হয়েছে, এই পুরোহিতদের কাজের জন্য ৩৮০ টাকা করে ভাতা দেওয়া হবে৷ জুন মাস থেকে চালু হবে ভাতা৷’‌