জেলা

ইয়াবার পর ব্রাউন সুগার, পাচারে গ্রেফতার চার

জলপাইগুড়ি: নারকোটিক পাচারের বিরুদ্ধে অভিযানে লাগাতার সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিশের। বীরপাড়া থেকে ধূপগুড়িতে এসে ব্রাউন সুগার কিনতে গিয়ে পুলিশের জালে দম্পতি সহ মোট ছয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রবিবার রাতে ধূপগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দুজন ক্রেতা ও দুজন বিক্রেতা ছিল।জানা গিয়েছে ক্রেতাদের মধ্যে ছিলেন রতজ সাহা ও বিকাশ থাপা। এরা দু’জনেই বীরপাড়ার বাসিন্দা। অন্যদিকে, রাজু অধিকারি এবং রত্না অধিকারি বিক্রেতা বলে জানা গেছে। বাকি দুজনের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এদিন রাজু অধিকারির বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা জানান, ধূপগুড়ি থানায় খবর আসে ব্রাউন সুগার আমদানি করা হয়েছে এবং দুজন ক্রেতা তা কিনতেও এসেছে। এরপরই পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই হাতে নাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে।