দেশ

উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলি নিহত আইএএস পরীক্ষার্থী

মিথ্যা প্রমাণিত হল রাজ্য পুলিসের ডিজির ‘‌একটাও গুলি ছুড়িনি‘‌ দাবি। অবশেষে উত্তর প্রদেশের বিজনৌর জেলার পুলিস সুপার স্বীকার করে নিলেন তারাই গুলি চালিয়েছে আন্দোলনকারীদের উপর।

নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে উত্তরপ্রদেশে। বিক্ষোভ দেখাতে গিয়ে মারা গিয়েছেন ১৬ জন। বার বার অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে সেকথা অস্বীকার করার পরে সোমবার পুলিশ মেনে নিল গুলি চালানোর কথা। মিথ্যা প্রমাণিত হল রাজ্য পুলিসের ডিজির ‘‌একটাও গুলি ছুড়িনি’‌ দাবি। অবশেষে মঙ্গলবার উত্তর প্রদেশের বিজনৌর জেলার পুলিস সুপার সঞ্জীব ত্যাগী স্বীকার করে নিলেন, গত সপ্তাহে সিএএ-এনআরসি-র প্রতিবাদে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছিলেন পুলিসকর্মীরা।  এই প্রসঙ্গেই পুলিশকর্তারা জানিয়েছেন, বিজনোরে গুলিতে মৃত্যু হয়েছে সুলেমান নামে এক যুবকের। অবশ্য তাঁদের দাবি, আত্মরক্ষার্থে ওই যুবকের দিকে গুলি চালিয়েছিলেন এক কনস্টেবল। নিহত আইএএস পরীক্ষার্থীর পরিবার জানিয়েছে, তিনি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।