দেশ

উত্তর প্রদেশের সোনভদ্র যেতে বাধা, বারাণসী বিমানবন্দরে বিক্ষোভ তৃণমূল প্রতিনিধিদের

উত্তর প্রদেশঃ সোনভদ্র নিয়ে তপ্ত কেন্দ্রীয় রাজনীতি। আজ সকালে সোনভদ্রে যাওয়ার উদ্দেশ্যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েনের নেতৃত্বে উত্তর প্রদেশ যায় তৃণমূলের ৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। কিন্তু সকাল ৯.‌৩০ মিনিট নাগাদ বারাণসী বিমানবন্দরে নামতেই তাঁদের আটকে দেয় রাজ্য পুলিস। তারপর বিমানবন্দর চত্বরেই প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে টুইটারে ভিডিও ফুটেজ পোস্ট করে ডেরেক অভিযোগ করেছেন, ‘‌বারাণসীর অতিরিক্ত জেলাশাসক এবং জেলা পুলিস সুপার আমাদের বলেছেন যে আমাদের আটক করা হয়েছে। আমি তাঁদের বললাম যে এটা ১৪৪ ধারা লঙ্ঘন হতে পারে না কারণ আমরা মাত্র তিনজন আছি। আমরা চেষ্টা করেছিলাম বিএইচইউ ট্রমা সেন্টারে জখমদের সঙ্গে আগে দেখা করে তারপর সোনভদ্রে যাওয়ার।’‌ ডেরেক বলেন, পুলিস অফিসাররা তাঁদের বলেছেন, প্রশাসনের শীর্ষ কর্তাদের আদেশেই তাঁদের আটক করা হয়েছে। বেলার দিকে তৃণমূল প্রতিনিধিদের বিএইচইউ হাসপাতালে জখমদের দেখতে যাওয়ার অনুমতি দেয় রাজ্য পুলিস।