দেশ

উদ্ধব ঠাকরে নন, সাতসকালে মুখ্যমন্ত্রী পদে শপথ ফড়নবীশের

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে নাটকীয় মোড়। কাল রাত পর্যন্ত ঠিক ছিল মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। কিন্তু আজ সকালেই ট্যুইস্ট। এনসিপির সঙ্গে সরকার গঠন করল বিজেপি। আজ সকাল ৮টায় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত শিং কোশিয়ারি শপথ বাক্য পাঠ করান বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে সপথ নেওয়া দেবেন্দ্রের ডেপুটি হিসাবে শপথ নেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, “বিজেপি মহারাষ্ট্রের মানুষদের স্থায়ী সরকার দিতে চায়। শিবসেনা জনাদেশ মেনে নেয়নি। তারা আমাদের ও মহারাষ্ট্রের জনগণকে বিশ্বাসঘাতকতা করেছে। সরকার গঠনে সাহায্য করার জন্য এনসিপি-কে অনেক ধন্যবাদ।”

সূত্রের খবর, রাতেই শিবির বদল অজিত পওয়ারের

শুক্রবার

• সন্ধ্যে ৭.৩০ মিনিটে জোটের মুখ্যমন্ত্রী উদ্ধব, বলেন শরদ পওয়ার।
• রাত ৮.১৫ মিনিটে চূড়ান্ত রূপরেখা শীঘ্রই, জানাল কংগ্রেস-সেনা।
• রাত ১১টা সরকার গঠনে ঝাঁপাতে নির্দেশ বিজেপি নেতৃত্বের।
• ১২টা ঘনিষ্ঠ বিধায়কদের সকালে রাজভবনে উপস্থিত থাকার বার্তা দিলেন অজিত।
• ২টো সরকার গড়ার দাবি নিয়ে রাজভবনে ফডণবীস।

শনিবার

• ভোর ৫.৩০ মিনিটে ফডণবীস ও অজিত রাজভবনে।
• ভোর ৫.৪৭ মিনিটে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার।
• সকাল ৮টায় শপথ গ্রহণ রাজভবনে।