জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ করোনা ভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য করোনা সংকটের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রক্ষার ওপর সবথেকে বেশি জোর দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। করোনা ভাইরাসের জেরে বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্যের সব আধার কেন্দ্র গুলি। রাজ্য সরকারের তরফে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। আজ বিকেলে ৫ টায় মুখ্যমন্ত্রী ফের বৈঠক করবেন নবান্ন সভাঘরে


