দেশ ভাইরাল

করোনাঃ মধ্যপ্রদেশে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা, পালাতে হল চিকিৎসককেও, ভিডিও ভাইরাল নেটে

মধ্যপ্রদেশে যা ঘটল, তা তো চরম লজ্জাজনক। ইন্দোরে করোনা স্ক্রিনিং করাতে গিয়ে জনতার হাতে আক্রান্ত হলেন স্বাস্থ্যকর্মীরা। রেহাই পেলেন না দুই মহিলা চিকিৎসকও। করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন ইন্দোরের তাত পাত্তি বাখাল এলাকার এক ব্যক্তি।এই খবর জানতে পেরে বুধবার দুপুরে এলাকায় খোঁজখবর নিতে গিয়েছিলেন ৩ চিকিৎসক সহ ৮ জন স্বাস্থ্যকর্মীর এক দল।কিন্তু করোনা স্ক্রিনিংয়ের জন্য স্বাস্থ্যকর্মীদের দেখেই মুহুর্তে বদলে যায় পরিস্থিতি। উত্তেজিত জনতা হামলা চালাতে থাকে স্বাস্থ্যকর্মীদের দিকে। প্রথমে পুরুষ স্বাস্থ্যকর্মীদের দিতে ধেয়ে আসে তারা। কারও হাতে ছিল লাঠি, কারত হাতে কাচের বোতল। আবার কেউ ছুঁড়তে শুরু করে পাথর। বাধ্য হয়ে সরু গলি দিয়ে প্রাণবাঁচাতে ছুটতে হয় স্বাস্থ্যকর্মীদের। আর উন্মত্ত জনতা তাঁদের ধাওয়া করতে থাকে।দেশে করোনা আক্রান্তদের সুস্থ করতে জানপ্রাণ দিয়ে লড়ছেন চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এদেশের চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠআমোর নানা খামতি থাকা সত্বেও নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে রোগীজের সেবা করে চলেছে স্বাস্থ্যকর্মীরা। জনতা কারফিউয়ের দিন জরুরী পরিষেবা ক্ষেত্রের মানুষদের অবদান মনে করিয়ে দেশবাসীকে হাততালি দিয়ে সম্মান জানাতে বলেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন সারা দেশ বেরিয়ে থালা বাজিয়েছিল। আর তার সপ্তাহ খানেক কাটতে না কাটতেই সেই স্বাস্থ্যকর্মীদের উপরই হামলা চালাল উন্মত্ত জনতা। চলল পাথরবৃষ্টিও। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই লজ্জাজনক ভিডিওটি। দেখুন সেই ভিডিও –