কলকাতা

করোনার সংক্রমণ মিলল দিল্লিতে আগত এক চিকিৎসক ও প্রবীণের দেহে, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

নতুন করে আজ আরও যে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে একজন চিকিৎসক। আলিপুরে সেনার কম্যান্ড হাসপাতালের অ্যানেশস্থেওলজিস্ট। পঞ্চাশোর্ধ এই চিকিৎসকের লালারসের নমুনা পরীক্ষার পর পজিটিভ পেয়েছেন নাইসেডের বিশেষজ্ঞরা। সম্প্রতি তিনি দিল্লি থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। ফেরার ৭ দিনের মধ্যে জ্বর-সর্দি-কাশি উপসর্গ দেখা দিলে তিনি গত পরশুদিন নিজে এসে ভর্তি হন আলিপুরের সেনা কম্যান্ড হাসপাতালে। এছাড়াও ৬৬ বছরের এক বৃদ্ধের শরীরে মিলল করোনার সংক্রমণ। আজ এই চিকিৎসক সহ যে দু’জনের আক্রান্ত খবর পাওয়া গিয়েছে, তাঁদের দু-জনেরই তীব্র শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।

প্রতীকী ছবি।