বিদেশ

করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় একদিনে আক্রান্ত ৮১৩

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা। এর মধ্যেই এই কোভিট-১৯ ভাইরাসের মহামারি প্রাদুর্ভাবে চরম বিপদগ্রস্ত দক্ষিণ কোরিয়া। দেশটিতে সংকটপূর্ণ মুহূর্ত ঘোষণা করা হয়েছে। দেশটিতে এক দিনে আক্রান্ত হয়েছেন ৮১৩ জন। আর নতুন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। নতুন ৮১৩ জন আক্রান্তের খবরে দক্ষিণ কোরিয়ায় চরম সংকটপূর্ণ মুহূর্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৫০ জনে।