করোনা নিয়ে ভুয়ো মেসেজ ও ভিডিও পোস্ট করার অভিযোগে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ১৩০ জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিস। ২৮৩ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে করোনা নিয়ে ভুল তথ্য প্রচার করেছিলেন। সেই সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিলেন। এই ধরনের পোস্টের উপর অনেকদিন ধরেই নজরদারি চালাচ্ছে বিভিন্ন থানা এবং সিআইডি’র সাইবার সেল। তার ভিত্তিতেই এদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিসের সতর্কবার্তা, এই ধরনের ভুয়ো পোস্ট করে সাধারণ মানুষকে যেন বিভ্রান্ত করা না হয় এবং অযথা আতঙ্ক ছড়ানো না হয়। যাঁরা এই কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।