কলকাতাঃ করোনা মোকাবিলাতে কলকাতার সাধারণ মানুষের উদাসীনতাকে যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী । তার কাছে খবর আসছে পুলিশ জনতার বাক বিতন্ডা চলছে । আজ বিকেল ৪ টা ৩৫ মিনিট নাগাদ তিনি পুলিশ কমিশনার কে নিয়ে ছুটলেন বড়বাজারের পোস্তায় সেখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের বোঝান কি ভাবে সোশ্যাল ডিসটেন্স মানতে হবে । পোস্তা, জানবাজার-সহ একাধিক বাজারে যান তিনি। সেখানে সোস্যাল ডিসটেন্স বজায় রাখার জন্য নিজে হাতেই রাস্তায় কেটে দিলেন গন্ডি। তবে হাতে কলমে নয়, কলমের পরিবর্তে হাতে ছিল আদলা ইটের টুকরো। তাই দিয়ে দোকানের সামনে টেনে দিলেন লক্ষ্মণরেখা। সাধারণ মানুষকে সতর্ক করে দিলেন। যেন কোনওভাবেই এই লক্ষণগন্ডি না পের হন কেউ। এর পরে চলে আসেন জানবাজারে সেখানে ব্যবসায়ীদের অভাব অভিযোগের কথা শোনেন তাদের ও একই কথা বলেন, এর পরে চলে যান গড়িয়াহাট ,সেইখানেও একই কথা বলেন । দেখুন সেই ভিডিও –