জেলা

কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তাল মালদহ

মালদহ: চারদিন পর নিখোঁজ কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের রতুয়া। বোমাবাজি আর গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। মালদহের রতুয়া থানার বাহারাল এলাকার ঘটনা।ওই ছাত্রীর হবু স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মালদহ রতুয়া রাজ্য সড়ক এদিন অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।জানা গিয়েছে, ১৪ অক্টোবর দুপুরে হবু স্বামীর সঙ্গে দেখা করতে যাবে বলে বাড়ি থেকে বের হয় স্থানীয় সামসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মর্জিনা খাতুন। এরপর আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী। ঘটনায় রতুয়া থানায় মিসিং ডায়েরিও করে নিখোঁজ ওই ছাত্রীর পরিবার।এমনকি নিখোঁজের পেছনে তার হবু স্বামী মহম্মদ আজহারউদ্দিনের হাত রয়েছে বলেও তারা দাবি করেন। দুদিন পর পুলিশ আজাহারউদ্দিনকে গ্রেফতার করে। শুক্রবার সামসি থেকে উদ্ধার হয় ওই কলেজ ছাত্রীর মৃতদেহ।ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বাহারাল এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর গড়াতেই পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় ইট বৃষ্টি ও পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি। পাল্টা পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। তারপরই ছত্রভঙ্গ হয়ে যায় উত্তেজিত জনতা।