কলকাতা পুজো

কার্নিভ্যালে অংশ নিতে চলেছে প্রায় ৭৫ টি পুজো

কলকাতা: শেষ হয়েও যেন শেষ হল না দুর্গাপুজো। দশমীর রাত থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে কম-বেশি প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হলেও বিদায়বেলাতেও যেন এক আনন্দের আভাস পাচ্ছে শহরবাসী। ফের একবার সেরা পুজোর প্রতিমা দর্শন হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভ্যালে।আগামী ১১ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালের আয়োজন করেছে রাজ্য সরকার। সেখানেও এবার থিমের ছোঁয়া। এবারের থিম ‘রাঙা মাটির দেশ’। মূলত বাঁকুড়া, বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে কার্নিভালের মূল মঞ্চ।তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, এ বছর শহরের ৭৫টি পুজো ওই কার্নিভ্যালে যোগ দেবে। জেলা থেকে আরও কয়েকটি প্রতিমা আসবে। ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এদিন দুপুর ২টোর মধ্যে প্রতিমা নিয়ে পৌঁছে যেতে হবে। রেড রোড জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী মণ্ডপ। প্রায় ৫ হাজার বসার আসন থাকছে। কলকাতায় অবস্থিত প্রতিটি বিদেশি দূতাবাসের কর্তা সহ শিল্প ও সংস্কৃতি জগতের লোকজন এবং শহরের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। দর্শক হিসেবে থাকতে পারবেন সাধারণ মানুষও।